• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
চ্যাম্পিয়নস লিগ

হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি চেলসি-রিয়াল মাদ্রিদ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২, ০৫:৪১ পিএম
হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি চেলসি-রিয়াল মাদ্রিদ 
ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গতবছর চেলসির বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর ২-০ গোলে দ্বিতীয় লেগ হেরে বিদায় ঘন্টা বাজে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। এবার ইউরোপিয়ান সেরা হওয়ার লড়াইয়ে টিকে থাকার কঠিন পরীক্ষায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। 

বুধবার (৬ এপ্রিল) রাত ১ টায় ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে মাদ্রিদকে আতিথিয়তা দেবে স্বাগতিক চেলসি। 

আন্তর্জাতিক বিরতির কারণে বন্ধ ছিল ক্লাব ফুটবলের সূচি। এরপর প্রিমিয়ার লিগে মাঠে ফিরেই বড় ধাক্কা খায় চেলসি। ব্রেন্টফোর্ডের কাছে ঘরের মাঠে হেরে যায় ৪-১ গোলে। অন্যদিকে রিয়াল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের ক্ষত সারিয়ে তুলেছে সবশেষ ম্যাচে সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে।

মাঠের পারফর্মেন্স যাই হোক, বাইরে সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন চেলসির। সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ক্লাব মালিক রোমান আব্রামোভিচকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। এছাড়া চেলসি কোচ টমাস টুখেলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে স্ত্রী সিসির। ১৩ বছরের সংসারের ইতি টানতে চলেছেন দুজনে।

এদিকে রিয়ালকে ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ জেতানো আনচেলোত্তি দ্বিতীয় দফায় রিয়ালে ফিরে তারায় ঠাসা পিএসজির বিপক্ষে এনে দিয়েছেন অবিস্মরণীয় জয়। এছাড়া লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে শিরোপা জয়ের সুবাসও পাচ্ছে রিয়াল। চেলসির মাঠে হারলে চাকরি হারানোটা সময়ের অপেক্ষা হয়ে যেতে পারে আনচেলোত্তির।

ঘরের মাঠে চেলসি কোচ টুখেল জর্জিনিও, কোভাচিসসহ তিন ফুটবলারকে দলে ফিরিয়েছেন। অন্যদিকে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল ফরোয়ার্ড হ্যাজার্ডসহ লুকা জোভিচ ও ইসকোকে পাচ্ছে না ম্যাচে।

এদিকে রিয়ালের বিপক্ষে কখনো হারের তেতো স্বাদ পাননি টুখেল। মুখোমুখি ৬ ম্যাচের জিতেছেন দুটি, ড্র চারটিতে। তা ছাড়া পরিসংখ্যান বলছে, চেলসিকে এই টুর্নামেন্টে হারাতে পারেনি রিয়াল। যেকোনো আসরে ৫ দেখায় রিয়ালকে তিন ম্যাচে হারায় চেলসি। আর বাকি দুটি ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ঠ থাকতে হয় রেকর্ড ১৩ বার চ্যাম্পিয়নস লিগ জয়ীদের। 

এদিকে ইউরোপ সেরার মুকুট পুনরুদ্ধারের মিশনে একই সময়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ মাঠে নামবে স্বাগতিক ভিয়ারিয়ালের। যদিও অ্যাওয়ে ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে ছয়বারের চ্যাম্পিয়নরা। তবে শেষ ষোলোতে জুভেন্টাসের মতো প্রতিপক্ষকে দ্বিতীয় লেগে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে কোয়ার্টারে জায়গা করে নেয় ভিয়ারিয়াল। ‘ইয়োলো সাবমেরিন’ খ্যাত দলটিকে তাই সমীহ করেই নামবেন রবার্ত লেভানদোস্কিরা।

Link copied!